• Sat. Mar 15th, 2025

বাঁশপাতা আর কলমিলতা বাংলা গানের লিরিক্স | bash pata r kolmi lota…lyrics

Bymelomasum

Dec 11, 2024
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
হাজার রঙ্গের স্বপ্ন হাসে বেনান্দের প্রাণেতে
বাঁশপাতা আর কলমিলতা

তোমার বাড়ির রঙের মেলায়|Tomar barir ronger melai|Bayoscop|Bappa mozumdar|Bangla lyrics


এবার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
এবার মরে সোনা হবো গো

বার মরে সোনা হবো
স্বর্নকারের দোকানে যাবো
মালা হয়ে উঠবো আমি
মালা হয়ে উঠবো আমি
বেনান্দের গলেতে


বাঁশপাতা আর কলমিলতা
গহীন জলে ভাসে রে
বাঁশপাতা আর কলমিলতা
এবার মরে সুতো হবো
তাঁতির ঘরে জন্ম নেবো
এবার মরে সুতো হবো গো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *