বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজই দোল আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজই দোল, আজও তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল আজও হায়, রিক্ত শাখায়, উত্তরী বায়, ঝুরছে নিশিদিন.. আ.. আ… আ… আজও হায় রিক্ত শাখায়, উত্তরী বায় ঝুরছে নিশিদিন আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া মৌমাছি বিভোল, আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া মৌমাছি বিভোল, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজই দোল কবে সে, ফুল কুমারী ঘোমটা চিরি, আসবে বাহিরে.. কবে সে, ফুল কুমারী ঘোমটা চিরি, আসবে বাহিরে… শিশিরের স্পর্শসুখে, ভাঙ্গবে রে ঘুম রাঙবে রে কপোল, শিশিরের স্পর্শসুখে, ভাঙ্গবে রে ঘুম রাঙবে রে কপোল, বাগিচায় বুলবুলি তুই, ফুল শাখাতে দিসনে আজই দোল দোল দোল দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই? ফাগুন এসে ডাক দিয়ে যায় উঠলো এবার সই দোল দোল দোল দিয়েছি ঘুম ভেঙেছে কই? ফাগুন এসে ডাক দিয়ে যায় উঠলো এবার সই ভাঙাবোই.. ঘুম তোর আশাতে নেশাতে না জেগে জেগে রই দখিনায়.. এলো ওই ওলিরা, পাখিরা তোমারই প্রেমেতে রই ওঠ ওঠ ওঠ লো রে সই ফাগুন এলো ওই, দখিন হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই? ওঠ ওঠ ওঠ লো রে সই ফাগুন এলো ওই, দখিন হাওয়া ডাক দিয়ে যায় মনের মানুষ কই? আ.. আ.. আ.. আ.. ও.. ও.. ও.. ও.. Post Views: 16 Post navigation বাবা বলে ছেলে নাম করবে|Baba bole chele nam korbe|Bangla song lyrics| আমি পারিনা আর পারিনা|Ami parina r parina|Bangla song lyrics|
যেখানে সীমান্ত তোমার|Jekhanei simanto tomar|Bangla song lyrics|Kumar bissojoit| Mar 1, 2025 melomasum