• Sun. Feb 16th, 2025

বাঙালিরা আর কত দেখবে|Bangalira Ar Koto Dekhbe|Warfaze|Lyrics

Bymelomasum

Jul 29, 2024
melomasum.com

সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায়
যুবক হত্যার টাটকা খবর
গলায় ছুরিবিদ্ধ সে, পাঁচ তলার ছাঁদে
দ্বিতীয় পৃষ্ঠায়, “একে ধরিয়ে দিন”
“ধরিয়ে দিলে পাঁচ হাজার টাকা পুরস্কার”
বেটা পালিয়েছে টাকা মেরে

এ যে বাংলাদেশ, লুকোচুরির দেশ
এ যে বাংলাদেশ, ভাঙাভাঙির দেশ
এ যে বাংলাদেশ, রাজনীতির দেশ
এই যে বাংলাদেশ, গ্যাঞ্জামের দেশ

বাঙালিরা আর কত দেখবে?
বাঙালিরা আর কত দেখবে?
বাঙালিরা আর কত দেখবে?
বাঙালিরা আর কত দেখবে?

সংসদে বারেবারে walkout
বাকি সবার brain-টা যে out
পরদিন সকাল-সন্ধ্যা পূর্ণ হরতাল
হরতালে অনেক গাড়ি ভাঙচুর
অনেক লোকের হাত পা-ও ভাঙচুর
খবরে দেয়া হলো, “শান্তিপূর্ণ হরতাল”

এ যে বাংলাদেশ, লুকোচুরির দেশ
এ যে বাংলাদেশ, ভাঙাভাঙির দেশ
এ যে বাংলাদেশ, রাজনীতির দেশ
এই যে বাংলাদেশ, গ্যাঞ্জামের দেশ

বাঙালিরা আর কত দেখবে?
বাঙালিরা আর কত দেখবে?
বাঙালিরা আর কত দেখবে?
বাঙালিরা আর কত দেখবে?

স্বাধীনতার পতাকা নিয়ে তারা
যখন ছুটে এসে জানালো
“আমরা স্বাধীন এক জাতি”
বাঙালি জাতি পৃথিবীর বুকে
তখন থেকে পৃথিবী মানচিত্রে
নতুন এক দেশ মাথা গড়লো
বুকে লেখা, রক্ত দিয়ে লেখা বাংলাদেশ
তবে কেন আজ আমার বন্ধুর লাশ
মরে পচে রয় কোনো রাজপথে?

হেই, শিক্ষাবর্ষে নতুন নিয়ম-কানুন
মাঝেমাঝে প্রশ্নপত্র ফাঁসকরণ
কোথা দিয়ে কী হয়ে যায়
বলে, “কিছু জানি না”

এ যে বাংলাদেশ, লুকোচুরির দেশ
এ যে বাংলাদেশ, ভাঙাভাঙির দেশ
এ যে বাংলাদেশ, রাজনীতির দেশ
এই যে বাংলাদেশ, গ্যাঞ্জামের দেশ

বাঙালিরা আর কত দেখবে?
বাঙালিরা আর কত দেখবে?
বাঙালিরা আর কত দেখবে?
বাঙালিরা আর কত দেখবে?

বাঙালিরা আর কত দেখবে?

For any songs chord you can contact with me

01716342422

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *