মনেতে রঙীন নেশা খেলবো হোলি,
ঘরেতে থাকবো না আজ
নিয়মের হাজারও কাজ,
বছরের একটা দিনে জ-লা-ঞ্জলি,
হোলি হে..
বাতাসে উড়ছে আবির এলো হোলি
মনেতে রঙীন নেশা খেলবো হোলি। নীল গোলাপী সবুজ রঙে সেজেছে সকাল
সূর্য হাসে মাথার ওপর বসন্ত মাতাল,
অনুরাগ রাঙিয়ে নিতে, ভরে রং পিচকারিতে
অনুরাগ রাঙিয়ে নিতে, ভরে রং পিচকারিতে,
দু’পায়ে পথের ধুলো উড়িয়ে চলি,
হোলি হে..
বাতাসে উড়ছে আবির এলো হোলি
মনেতে রঙীন নেশা খেলবো হোলি। বন্ধুরা সব খেলবে হোলি আয় রে ছুটে ভাই
ঢাকবো আশায় আকাশ ঢাকা রঙের রোশনাই,
ফাগুনের এমন দিনে, লাগে রং সবার মনে
ফাগুনের এমন দিনে, লাগে রং সবার মনে,
আয়রে রঙের ভাষায় আজ কথা বলি,
হোলি হে..
বাতাসে উড়ছে আবির এলো হোলি
মনেতে রঙীন নেশা খেলবো হোলি,
ঘরেতে থাকবো না আজ
নিয়মের হাজারও কাজ,
বছরের একটা দিনে জ-লা-ঞ্জলি,
হোলি হে..
বাতাসে উড়ছে আবির এলো হোলি
মনেতে রঙীন নেশা খেলবো হোলি।