বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে
শুধু এ কথা,কেউ জানেনা
আগামী দিনের ঠিকানা…
বাবা বলে ছেলে নাম করবে…
এখানে যতো বন্ধুরা আছে
একি আশা সবার বুকে
এখানে যতো বন্ধুরা আছে
একি আশা সবার বুকে
আজ ওরা ভাবে,কাল কে কি হবে
একি স্বপ্ন সবার চোখে
কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে
ব্যবসা করে কেউ গাড়ি বাড়ি বানাবে
শুধু এ কথা কেউ জানেনা
আগামী দিনের ঠিকানা…
বাবা বলে ছেলে নাম করবে…
আমার এ স্বপ্ন, এক যে সুন্দরি
দেখে বাতাস, হারায় দিশা
আমার এ স্বপ্ন, এক যে সুন্দরি
দেখে বাতাস, হারায় দিশা
গালেতে গোলাপ, নয়নে যাদু
দাওনা ছুতে ভালবাসা
আমি সবার সেরা কাজ করবো
প্রেমের ইতিহাসে নাম লেখাবো
আমারি চোখে, চেয়ে দেখো
কোথায় আমার ঠিকানা…
বাবা বলে ছেলে, নাম করবে…