welcome to melomasum.com
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায়
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায়
আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়া,
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায়
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায়
আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়া,
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে
তোমাকে যত দেখি নতুন লাগে
কামনার আগুন শুধু বুকে জাগে
আগুনে যাবো পুরে
রয়েছো কেন দূরে
আগুনে যাবো পুরে
রয়েছো কেন দূরে
দাওনা সারা তোমায় ডাকে চোখের ইশারায়,
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
যেখানে যাবে তুমি ছায়া হবো
তোমারি সাথে আমি মিশে রবো
যেখানে যাবে তুমি ছায়া হবো
তোমারি সাথে আমি মিশে রবো
হাজারো বাধা এলে
যাবো না তোমায় ফেলে
হাজারো বাধা এলে
যাবো না তোমায় ফেলে
রাখবো তোমায় জনম করে মনের সিমানায়,
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায়
বুক চিনচিন করছে হায়
মন তোমায় কাছে চায়
আমরা দুজন দুজনারি প্রেমের দুনিয়া,
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি ছুঁয়ে দিলে হায়
আমার কি যে হয়ে যায়
তুমি যে আমার সাধনা প্রেমেরি বাধঁনে|Tumi j amar sadhona |Lyrics