• Mon. Feb 10th, 2025

বৃদ্ধাশ্রম|Briddhashram|বৃদ্ধাশ্রম|Lyrics

Bymelomasum

Jul 12, 2024
wellcome to melomasum.com

ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত flat-এ যায়না দেখা এপার-ওপার
ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার
মস্ত flat-এ যায়না দেখা এপার-ওপার

নানান রকম জিনিস আর আসবাব দামী দামী
সবচে’ কমদামী ছিলাম একমাত্র আমি
ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম

আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো flat-এ রাখা যায় না
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না
ওসব নাকি বেশ পুরনো flat-এ রাখা যায় না

ওর বাবার ছবি, ঘড়ি, ছড়ি বিদেয় হল তাড়াতাড়ি
ছেড়ে দিলো, কাকে খেলো পোষা বুড়ো ময়না
স্বামী স্ত্রী আর Alsatian জায়গা বড়ই কম
আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম

নিজহাতে ভাত খেতে পারতো না কো খোকা
বলতাম, “আমি না থাকলে রে কি করবি বোকা?”
ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে
খোকা বোধহয় আর কাঁদেনা, নেই বুঝি আর মনে

ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে
দু’হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে
দু’হাত আজো খোঁজে, ভুলে যায় যে একদম
আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

খোকারও হয়েছে ছেলে দু’বছর হলো
আর তো মাত্র বছর পঁচিশ, ঠাকুর মুখ তোলো
একশ’ বছর বাঁচতে চাই, এখন আমার সাধ
পচিশ বছর পরে খোকার হবে ঊনষাট

আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি
খোকা আমি দু’জনেতে থাকবো পাশাপাশি
সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম
মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম
মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম
মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম

Thanks for visite

One thought on “বৃদ্ধাশ্রম|Briddhashram|বৃদ্ধাশ্রম|Lyrics”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *