• Sun. Feb 16th, 2025

বেইমান এমনও আছে|beiman amon o ache|Muniya moon|Bangla lyrics|

Bymelomasum

Dec 5, 2024
বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

আমি এক এমন পাখি|Ami ek emon pakhi|Sathy khan|Bangla lyrics|

বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

মিষ্টি কথা কইয়া পিঠে ছুরি বসাইছে

মিষ্টি কথা কইয়া পিঠে ছুরি বসাইছে

বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

বেইমানে মনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

ভালোবাইসা বুকের উপর যারে দিলা ঠা….ই

সে তোমারে মনের মধ্যে মারবে ছুড়ির ঘা…ই

ভালোবাসা বুকের উপর যারে দিলা ঠা…ই

সে তোমারে মনের মধ্যে মারবে ছুড়ির ঘা..ই

ভবের মারা মাইরা একদিন লুকাইয়া গেছে

দেখবা, ভবের মারা মাইরা

একদিন লুকাইয়া গেছে

বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

তোমার ওপর করব বন্ধু যেইনা অত্যাচা…র

প্রকাশ করলে সবাই কইবো করছো মিথ্যাচা…র

তোমার ওপর করব বন্ধু যেইনা অত্যাচা…র

প্রকাশ করলে সবাই কইবো করছো মিথ্যাচা..র

সাত সাগরের পানি তোমার চোখে জমাইছে

দেখবা সাত সাগরের পানি তোমার চোখে জমাইছে

বেইমান.এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

যার লাগিয়া করবাই চুরি

সে বানাইবো চো..র

কাইন্দা কাইন্দা যতই তুমি নিশি কর ভোর

যার লাগিয়া করবাই চুরি

সে বানাইবো চো…র

কাইন্দা কাইন্দা যতই তুমি নিশি করো ভোর

শাহ আলম সরকার কয় তোমার কপাল পুইড়াছে

মুনিয়া মুন কয় তোমার কপাল পুইড়াছে

বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

মিষ্টি কথা কইয়া পিঠে ছুড়ি বসাইছে

বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

বেইমান এমনও আছে

চামড়া কাইটা বসতে দিলে

দেখবা জুতা বানাইছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *