বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া আজ আমার ঘটিল জনজাল Amar Bondhu Doyamoy|আমার বন্ধু দয়াময় (বন্ধু দয়াময়)|folk song|Bangla lyrics বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া আজ আমার ঘটিল জনজাল। ও তোরে ভালবাসি বলে , লোকে কয় চান্ডাল আমি তোরে ভালবাসি বলে , লোকে কয় চান্ডাল কাটা গায়ে নুন ছিটাইয়া, কাটা গায়ে নুন ছিটাইয়া খুচাইয়া তুলতেছ ছাল আজ আমার ঘটিল জনজাল। বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া আজ আমার ঘটিল জনজাল। ও তুই যতই ব্যথা, দিয়েছিস নিঠুর ……… ব্যথার পরে বরতে সেথা লেগেছে মধুর ও রে লেগেছে মধুর। যেমন প্রভুর দ্বার ছাডেনা কুকুর যেমন প্রভুর দ্বার ছাডেনা কুকুর যথই করুক বাচ্চা ঘাত তোর লাইগারে , তোর লাইগা বেহাইয়া মনটা করেরে উৎপাত আমি শুন বলি প্রাণ নাত তোর লাইগা বেহাইয়া মনটা করেরে উৎপাত। ও তুই প্রেম সাগরে ভাসাইয়া তরী মাঝ সাগরে প্রেমের নাওটা ডুবাইয়া দিলি ও রে ডুবাইয়া দিলি। ও তুই কোনবা দুষে কোন কারণে ও তুই কোনবা দুষে কোন কারণে ছাইড়া দিলি আমার সাত তোর লাইগারে , তোর লাইগা বেহাইয়া মনটা করেরে উৎপাত আমি শুন বলি প্রাণ নাত তোর লাইগা বেহাইয়া মনটা করেরে উৎপাত। বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া আজ আমার ঘটিল জনজাল আমি তোরে ভালবাসি বলে , লোকে কয় চান্ডাল আমি তোরে ভালবাসি বলে , লোকে কয় চান্ডাল কাটা গায়ে নুন ছিটাইয়া, কাটা গায়ে নুন ছিটাইয়া খুচাইয়া তুলতেছ ছাল আজ আমার ঘটিল জনজাল। বেহায়া মনটা লইয়া তোমারে ভালবাসিয়া আজ আমার ঘটিল জনজাল আজ আমার ঘটিল জনজাল আজ আমার ঘটিল জনজাল Post Views: 30 Post navigation Amar Bondhu Doyamoy|আমার বন্ধু দয়াময় (বন্ধু দয়াময়)|folk song|Bangla lyrics দিন বাড়ি যায়|Din Bari Jay|Bappa mozumdar|Bangla lyrics|
যেখানে সীমান্ত তোমার|Jekhanei simanto tomar|Bangla song lyrics|Kumar bissojoit| Mar 1, 2025 melomasum