• Thu. Apr 24th, 2025

ভালোবেসে গেলাম শুধু,ভালোবাসা পেলাম না\ Valobese gelam sudhu …lyrics

Bymelomasum

Jun 16, 2024
ভালোবেসে গেলাম শুধু

ভালোবাসা পেলাম না..

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলনা…

ভালোবেসে গেলাম শুধু

ভালোবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলনা।

কারো আশার তরী হায়রে..

পায় খুঁজে কিনারা

নিরাশার’ই আধাঁর আমার

করে শুধু ইশারা

কারো আশার মালাখানি

কন্ঠেতে শোভা পায়

আমার আশার ফুল গুলো সব

ঝরে ঝরে পরে যায়

কেন জানিনা আমি,কেন জানিনা..

ভালোবেসে গেলাম শুধু

ভালোবাসা পেলাম না…

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলনা।

চোখের কাছে সুখের পাখি

খাঁচায় ধরা দিলনা

এত কথা বুঝে পাখি

মনের কথা বুঝলোনা।

আপন করে ভাবলাম যারে

সেতো দূরে সরে রয়

সেইনা ব্যাথার বিষে হৃদয়

তিলে তিলে হয়রে ক্ষয়,

এতদিনে বুঝলাম আমি

কেউ কারো নয়

ভালোবেসে গেলাম শুধু

ভালোবাসা পেলাম না

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলনা।

ভালোবেসে গেলাম শুধু

ভালোবাসা পেলামনা

আশায় আশায় দিন যে গেল

আশা পূরণ হলনা

ভালোবেসে গেলাম শুধূ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *