• Sun. Feb 16th, 2025

মনের জোরে চলছে দেহ(Moner Jore Cholche Deho)-লিরিক্স | Habib Wahid

Bymelomasum

Dec 30, 2024
মনের জোরে চলছে দেহ 

দেহের ভিতর মন 

একি খাওয়াইছো আমায় | মাতাল বানাইছে(Matal Banaiche)-লিরিক্স | Syed Omy

সেই মনে আজ লাগছে ভালো 

রূপমনি কাঞ্চন 

সে তো আসে যায় 

সে তো আসে যায় 

যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ

ও ও ও

মনের জোরে চলছে দেহ 

দেহের ভিতর মন 

সেই মনে আজ লাগছে ভালো

 রূপমনি কাঞ্চন

সে তো আসে যায়

সে তো আসে যায় 

যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ 

ও ও ও

কাঁচা বাঁশের

কাঁচা বাঁশের খাচার ভিতর পঞ্চ রসের মিল 

চৌ দরজায় মায়ার খরন এক দরজায় খিল 

রে এক দরজায় খিল 

সেই দরজা 

সেই দরজা যাবে খুলে মিললে দর্শন 

সে তো আসে যায় 

সে তো আসে যায় 

যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ 

ও ও ও

উজানে উজান হায়

উজানে উজান ভাঙ্গে কুল যায় স্রোত ধারা 

সেই না ধারায় বন্ধুর চলন দেহ পাগল পারা

 রে দেহ পাগল পারা

দেহের ভিতর 

দেহের ভিতর দেহের প্রহর 

খুজে আপনজন 

সে তো আসে যায় 

সে তো আসে যায় 

যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ 

ও ও ও

মনের জোরে চলছে দেহ

দেহের ভিতর মন 

সেই মনে আজ লাগছে ভালো 

রূপমনি কাঞ্চন 

সে তো আসে যায় 

সে তো আসে যায় 

যার জন্যে চান্দে চান্দে এত চন্দ্র গ্রহণ

ও ও ও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *