• Mon. Feb 10th, 2025

মরমিয়া তুমি চলে গেলে Moromia Tumi Chole ..lyrics

Bymelomasum

Jun 14, 2024
মরমিয়া তুমি চলে গেলে

দরদী আমার কোথা পাবো

কারে আমি এ ব্যাথা জানাবো

কারে আমি এ ব্যাথা জানাবো

মরমিয়া তুমি চলে গেলে

দরদী আমার কোথা পাবো

কারে আমি এ ব্যাথা জানাবো

কে বল আর শুনবে এ গান

রাঙিয়ে দেবে আমার এ প্রান

কে বল আর শুনবে এ গান

রাঙিয়ে দেবে আমার এ প্রান

শিউলী ফুলের মালা গেঁথে কারে পরাবো…

কারে আমি এ ব্যাথা জানাবো…

কারে আমি এ ব্যাথা জানাবো

বলো না গো বিদায়ের বারতা

মনে আমার সইবে না যে সে ব্যাথা

বলো না গো বিদায়ের বারতা

কে আছে আর বন্ধু আমার

দু:খ সুখের কথা শোনার..

কে আছে আর বন্ধু আমার

দু:খ সুখের কথা শোনার..

কার নয়নের আশা নিয়ে, মন ভরাবো.

কারে আমি এ ব্যাথা জানাবো..

মরমিয়া তুমি চলে গেলে

দরদী আমার কোথা পাবো

কারে আমি এ ব্যাথা জানাবো..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *