melomasum.com for more lyrics
সমাজ শিখরে আজ তুমি কি একা?
রিক্ত কামনায় অহমের মায়াজালে।
সকল ভালোবাসা পদদলিত করে,
মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে।।
সমাজ শিখরে আজ তুমি কি একা?
রিক্ত কামনায় অহমের মায়াজালে।
সকল ভালোবাসা পদদলিত করে,
মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে।।
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে,
জনতাকে বেদনায় ভাসালে!!
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি,
অবসরেও কি পড়ে মনে??
হে মহারাজ! এসো আমাদের সমতলে..
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে।
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভূবনে।
হে মহারাজ…
তোমার দুপাশে মিথ্যে গুণবাহী;
দেবে কি বাঁচার আশা জনতার এ নিরলে?
রবে কি জনগণ আজ পথের কাঁটা??
যারা তোমায় ভালোবেসেছে মনে প্রানে।।
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে!!
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি,
অবসরেও কি পড়ে মনে??
হে মহারাজ! এসো আমাদের সমতলে..
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে।
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভূবনে।।
হে মহারাজ…
হে মহারাজ, এসো আমাদের সমতলে..
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে।
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভূবনে।।
হে মহারাজ…
হে মহারাজ! এসো আমাদের সমতলে..
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভূবনে
হে মহারাজ…
হে মহারাজ..!!
thanks all for visite