মায়াবী রাতে এ,মধু জোছনায়
চলো না হারিয়ে যাই আজ দুজনায়
নির্বাক গল্পের নির্জনতায়
আমার এ হৃদয় শুধু তোমাকে’ই চায়
মায়াবী রাতে এ,মধু জোছনায়
চলো না হারিয়ে যাই আজ দুজনায়
চলো না হারিয়ে যাই আজ দুজনায়
নিঃশ্বাস খুঁজে পায়,সব টুকু বিশ্বাস
স্বপ্ন অামার চোখে করে বসবাস
নিঃশ্বাস খুঁজে পায় সব টুকু বিশ্বাস
স্বপ্ন আমার চোখে করে বসবাস
জানি তুমিও ঘুমাতে পারোনি|Jani tumio ghumate paroni|Sonu nigam|Bangla lyrics
তুমি যে আমার বলছে নদী
আকাশ আর বাতাস
থেকো না দূরে সরে তুমি লজ্জায়
মায়াবী রাতে এ,মধু জোছনায়
চলো না হারিয়ে যাই আজ দুজনায়
নির্বাক গল্পের নির্জনতায়
আমার এ হৃদয় শুধু তোমাকে’ই চায়
মায়াবী রাতে এ,মধু জোছনায়
চলো না হারিয়ে যাই আজ দুজনায়
চলো না হারিয়ে যাই আজ দুজনায়…
মুগ্ধ এ দুটি চোখ,জেগে থাকে পাহারায়
না বলা কথা যদি,বলা হয়ে যায়
মুগ্ধ এ দুটি চোখ জেগে থাকে পাহারায়
না বলা কথা যদি,বলা হয়ে যায়
তোমার চোখের,আয়নাটাতে
দেখি যে আমায়…
বলবো কিছু কথা চোখের’ই ভাষায়
মায়াবী রাতে এ,মধু জোছনায়
চলো না হারিয়ে যাই আজ দুজনায়
নির্বাক গল্পের নির্জনতায়
আমার এ হৃদয় শুধু তোমাকে’ই চায়
মায়াবী রাতে এ,মধু জোছনায়
চলো না হারিয়ে যাই আজ দুজনায়
চলো না হারিয়ে যাই আজ দুজনায়….