পাতা দেবো লেপে,
আর কুলোয় ঝাড়া ধান দেবো
টোকায় করে মেপে। (২) ওই চাঁদের জোৎস্নায় পিঠ রেখে
হোক মায়ার কাজল পরা,
খুব কঠিন পথেও থাকুক তোমার
আমার আঙুল ধরা। ওই মেঘ কাজলে তোমার আঁখির
পাতা দেবো লেপে,
আর কুলোয় ঝাড়া ধান দেবো
টোকায় করে মেপে। নদীরই পাড়েতে ঢেউ এসে মেশে যেমন রোজ
আমিও মিশে গেছি তো তোমায়,
আদরের এই নৌকাতে ভেসে হয়েছি নিখোঁজ
আকাশের ঐ আড়াল সীমানায়। রুপালি কাশবন জড়িয়ে নিল দুহাতে আমাদের
তারারা অসময়ে খসে পড়ে তাই।
এভাবে ছুটে ছুটে বহুদূর ঠিক পেরিয়ে যাবো
মনে মনে আসলে বেঁধে রাখা যায়। ওই মেঘ কাজলে তোমার আঁখির
পাতা দেবো লেপে,
আর কুলোয় ঝাড়া ধান দেবো
টোকায় করে মেপে। ওই চাঁদের জোৎস্নায় পিঠ রেখে
হোক মায়ার কাজল পরা,
খুব কঠিন পথেও থাকুক তোমার
আমার আঙুল ধরা। সবাইকে ধন্যবাদ