আর কলঙ্ক যে কালো
যে কালিতে বিনোদিনী হারাল তার কুল।
তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল
কাশ যে সাদা ধেনু সাদা
আর সাদা খেয়ার পাল
সাদা যে ঐ স্বপ্ন মাখা রাজহংসের পাখা
তার চেয়েও সাদা কন্যা
তোমার হাতের শাঁখা।
লজ্জা রাঙা সিঁদূর রাঙা
আর রাঙা কৃষ্ণচূড়া
রাঙা যে গো সাঁঝ আকাশের ঐ যে অস্তরাগ
তার চেয়েও রাঙা কন্যা
তোমার আলতার ঐ দাগ।
শষ্য সবুজ পাতা সবুজ
আর সবুজ টিয়া পাখী
দূর্বা সবুজ তার সাথে যে চিরসবুজ বন।
তার চেয়েও সবুজ কন্যা
তোমার অবুঝ মন।