যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
একলা শূন্য ঘরে
তোমায় মনে পড়ে মাগো
কত যে সাগর নদী|Koto j sagor nodi periye elam ami|Kumar sanu|Bangla lyrics
তোমায় মনে পড়ে
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
ভরবো জীবন গানে গানে
এইতো আশা আমার প্রাণে মা..গো
ভরবো জীবন গানে গানে
এইতো আশা আমার প্রাণে মা..গো
সেই আশাতেই ঘর ছেড়ে আজ
এলাম পথের পরে
তোমায় মনে পড়ে মাগো
তোমায় মনে পড়ে
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
জানি তোমার আশিষ পেলে
উঠবো সকল বাধা ঠেলে মা..গো
জানি তোমার আশিষ পেলে
উঠবো সকল বাধা ঠেলে মা..গো
তোমার আশিষ সকল কাজে
পরছে মাথায় ঝরে
তোমায় মনে পড়ে মাগো
তোমায় মনে পড়ে
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম
একলা শূন্য ঘরে
তোমায় মনে পড়ে মাগো
তোমায় মনে পড়ে
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম