• Sun. Feb 16th, 2025

যখন রাত্রি নিঝুম নেই | Jokhon Ratri Nilhum|Kumar sanu|Bangla lyrics|

Bymelomasum

Dec 10, 2024
যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

একলা শূন্য ঘরে

তোমায় মনে পড়ে মাগো

কত যে সাগর নদী|Koto j sagor nodi periye elam ami|Kumar sanu|Bangla lyrics

তোমায় মনে পড়ে

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

ভরবো জীবন গানে গানে

এইতো আশা আমার প্রাণে মা..গো

ভরবো জীবন গানে গানে

এইতো আশা আমার প্রাণে মা..গো

সেই আশাতেই ঘর ছেড়ে আজ

এলাম পথের পরে

তোমায় মনে পড়ে মাগো

তোমায় মনে পড়ে

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

জানি তোমার আশিষ পেলে

উঠবো সকল বাধা ঠেলে মা..গো

জানি তোমার আশিষ পেলে

উঠবো সকল বাধা ঠেলে মা..গো

তোমার আশিষ সকল কাজে

পরছে মাথায় ঝরে

তোমায় মনে পড়ে মাগো

তোমায় মনে পড়ে

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

একলা শূন্য ঘরে

তোমায় মনে পড়ে মাগো

তোমায় মনে পড়ে

যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *