• Sun. Feb 16th, 2025

যদি বারে বারে একই সুরে|Jodi ak e sure bare bare |bangla lyrics|

Bymelomasum

Oct 13, 2024
 লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা

যদি বারেবারে একই সুরে

অসামাজিক|Osamajik|Warfaze|Bangla lyrics

প্রেম তোমায় কাঁদায়,

তবে প্রেমিকা কোথায় ?

আর প্রেমই বা কোথায় ?

যদি দিশেহারা ইশারাতে

প্রেমই ডেকে যায়,

তবে ইশারা কোথায়?

আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা,

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা,

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা

যদি প্রতিদিন সেই রঙিন

হাসি ব্যথা দেয়,

যদি সত্যগুলো স্বপ্ন হয়ে

শুধু কথা দেয়,

যদি প্রতিদিন সেই রঙিন

হাসি ব্যথা দেয়,

যদি সত্যগুলো স্বপ্ন হয়ে

শুধু কথা দেয়,

তবে শুনে দেখো প্রেমিকের

গানও অসহায়

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা

যদি অভিযোগ কেড়ে নেয়

সব অধিকার,

তবে অভিনয় হয় সবগুলো অভিসার

যদি ঝিলমিল নীল আলো কে

ঢেকে দেয় আঁধার,

তবে কি থাকে তোমার?

বলো কি থাকে আমার?

যদি ভালোবাসা সরে গেলে

মরে যেতে হয়,

কেনো সেই প্রেম ফিরে এলে

হেরে যেতে ভয়?

যদি ভালোবাসা সরে গেলে

মরে যেতে হয়,

কেনো সেই প্রেম ফিরে এলে

হেরে যেতে ভয়?

শেষে কবিতারা দায়সারা

গান হয়ে যায়

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা

যদি বারেবারে একই সুরে

প্রেম তোমায় কাঁদায়,

তবে প্রেমিকা কোথায়?

আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে

প্রেমই ডেকে যায়,

তবে ইশারা কোথায়?

আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা,

যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা,

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা

লা লা লা লা লা লা লা লা লা লা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *