• Sat. Mar 15th, 2025

যায় দিন যায় একাকী| Jay din jay ekaki|S i tutul|Tomar daoi valo achi ma|Bangla lyrics|

Bymelomasum

Nov 26, 2024
যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

ভালোবাসা এই অন্তরে

Bandhobi Lolita| (বান্ধবী ললিতা) Kajol Monir| Bangla Lyrics|

অভিমানে কেঁদে মরে

ও.. এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন, যায় দিন…. একাকী

আজ বিরহের আখর দিয়ে

মন লিখেছে কবিতা

সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা

ভালোবাসা এই অন্তরে

অভিমানে কেঁদে মরে

ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন, যায় দিন…. একাকী

হো তারই আশায় প্রহর গুনে

দিন এমনি ফুরাবে

ও..না পাওয়ার এই মন আকাশে

স্বপ্ন একে যাবে..

ভালোবাসা এই অন্তরে

অভিমানে কেঁদে মরে

ও.. এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

যায় দিন যায় একাকী

তাঁর বিহনে কেমনে বলো থাকি

ভালোবাসা এই অন্তরে

অভিমানে কেঁদে মরে

ও..এই বুকেতে দুঃখ বেঁধে রাখি

যায় দিন, যায় দিন…. একাকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *