• Wed. Dec 11th, 2024

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এর উপর হামলাহামলাকারী ট্রাম্পের দলেরই সমর্থক

Bymelomasum

Jul 14, 2024
WELLCOME TO MELOMASUM.COM

নির্বাচনী প্রচারণায় বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) পেনসিলভানিয়ায় এ হামলার ঘটনা ঘটে। এরই মধ্যে হামলাকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো বন্দুকধারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালান থমাস।


ট্রাম্পের ওপর সহিংস এই হামলার ঘটনার নানা খুঁটি নাটি বিষয় নিয়ে বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এর প্রেক্ষিতেই একটি প্রশ্ন বার বার সামনে আসছে সেটা হলো বন্দুকধারী ২০ বছর বয়সি কে এই থমাস?

এরই মধ্যে থমাসের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কিছু তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। রিপাবলিকান দলের নির্বাচনী তহবিলের উদ্বৃতি দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, থমাস ক্রুস পেনসিলভানিয়ার একজন নিবন্ধিত রিপাবলিকান ভোটার ছিলেন।

                                         

    
One thought on “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এর উপর হামলাহামলাকারী ট্রাম্পের দলেরই সমর্থক”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *