রাত নামে দু’চোখে ঘুম জড়ায়,
লাল পরী, নীল পরীর কল্পনা
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়,
লাল পরী, নীল পরীর কল্পনা
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
মায়াবী রাতে এ মধু জোছনায়|Mayabi rater ei modhu|Sonu nigam|Bangla lyrics
যেখানে চাঁদ মামা গান শোনায়
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়,
লাল পরী নীল পরীর কল্পনায়।
জোনাকী জ্বলে আর নিভে যায়
রাত পাখি আঁধারে ডেকে যায়
প্রহরে প্রহরে আকাশে ঐ দূরে
জাগেরে তারারা কি আশায়,
জাগেরে তারারা কি আশায়।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
সেই আশায় দিন আমার কেটে যায়
ফুটবে যে কবে ফুল ভরষায়
সেই আশায় দিন আমার কেটে যায়
ফুটবে যে কবে ফুল ভরষায়
সুখেরি সেই দিন, আসবে যে একদিন
দিন গোনে মন যে তাই আলো ছায়ায়,
দিন গোনে মন যে তাই আলো ছায়ায়।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়।
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী নীল পরীর কল্পনায়।
স্বপ্নেরি দেশেতে চল যাই একসাথে
যেখানে চাঁদ মামা গান শোনায়
রাত নামে দু’চোখে ঘুম জড়ায়
লাল পরী নীল পরীর কল্পনায়।