• Sun. Feb 16th, 2025

শিকল বেরি দিলেই  কি আর|Sikol beri dile e ki ar|shimul hasan|mMeghla|Bangla lyrics|

Bymelomasum

Oct 5, 2024
শিকল বেরি দিলেই  কি আর
কাউরে বাইন্ধা রাখা যায়……

শিকল বেরি দিলেই  কি আর
কাউরে বাইন্ধা রাখা যায়… 

যদি  থাকিতে না চায়..

কি লাভ হইলো শিকল বেরি 
দিয়া পাখির পায়..

আমার মন ভোলা পাখি টা

 খন উড়িয়া বেড়ায়.

কি লাভ হইলো শিকল বেরি 
দিয়া পাখির পায়…

কি লাভ হইলো শিকল বেরি 
দিয়া পাখির পায়…

জংলার পাখি মন বুঝে না
থাকিয়াও  পিঞ্জিরায়


আমি ছাড়াও পাখিটারে
কে জন পোষ মানায়…

জংলার পাখি মন বুঝে না
থাকিয়াও  পিঞ্জিরায়


আমি ছাড়াও পাখিটারে
কে জন পোষ মানায়…


পাখি কথা রাখে নাই রে..
কথা রাখে নাই.


কি লাভ হইলো শিকল বেরি.
দিয়া পাখির পায়…

কি লাভ হইলো শিকল বেরি.
দিয়া পাখির পায়…


কুমার যেমন পোড়ায় খটি
আমার তেমন হাল..


কে জানিতো তোর পিরিতে
পুড়িবে কপাল..

কুমার যেমন পোড়ায় খটি
আমার তেমন হাল..


কে জানিতো তোর পিরিতে
পুড়িবে কপাল..


মল্লিক কান্দে সর্বদায়
পাখি আয়রে ফিরে আয়..


লাভ কি হইলো শিকল বেরি.. 
দিয়া পাখির পায়…

কি লাভ হইলো শিকল বেরি 
দিয়া পাখির পায়…

শিকল বেরি দিলেই  কি আর
কাউরে বাইন্ধা রাখা যায়… 


যদি  থাকিতে না চায়..

কি লাভ হইলো শিকল বেরি 
দিয়া পাখির পায়..


আমার মন ভোলা পাখি টা…

 এখন উড়িয়া বেড়ায়.


কি লাভ হইলো শিকল বেরি 
দিয়া পাখির পায়…

কি লাভ হইলো শিকল বেরি 
দিয়া পাখির পায়…

কি লাভ হইলো শিকল বেরি 
দিয়া পাখির পায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *