শেষ কথা কেন এমন কথা হয়
শেষ চিঠি কেন এমন চিঠি হয়
ক্ষমা করো
ক্ষমা করো আমায়!।
তুরুরুরু তুরুরুরু।।। হয়না কেন এমন শেষ কথা
হয়না কেন এমন শেষ চিঠি,
আর কথা নয় আর চিঠি নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়!
তুরুরুরু তুরুরুরু।।।
হয়না কেন এমন শেষ পাওয়া
হয়না কেন এমন শেষ চাওয়া,
আর চাওয়া নয় আর পাওয়া নয়
চলে যাব বহুদূরে
ক্ষমা করো আমায়।
শেষ কথা কেন এমন কথা হয়
শেষ চিঠি কেন এমন চিঠি হয়
ক্ষমা করো
ক্ষমা করো আমায়!।
তুরুরুরু তুরুরুরু। thanks for visit