wellcome to melomasum.com [M] সবাই তো ভালবাসা চায় কেউ পায় কেউবা হারায় তাতে প্রেমিকের কী আসে যায়…!!! [F] সবাই তো ভালবাসা চায় কতকাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়…!!! [M] সবাই তো ভালবাসা চায়… [F] (ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক [M] অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক। [F] ফুল চায় গানে গানে ফাগুন আসুক [M] অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক। [F] আমি চাই তুমি আস চুপি চুপি ভালবাস, এই নিরালায়…!!! [M] সবাই তো ভালবাসা চায় কেউ পায় কেউবা হারায় তাতে প্রেমিকের কী আসে যায়…!!! [F] সবাই তো ভালবাসা চায় [F] (ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক [M] তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক। [F] নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক [M] তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক। [F] আমি চাই তুমি ডাক পথ চেয়ে বসে থাক, আমারই আশায়…!!! [M] সবাই তো ভালবাসা চায় কেউ পায় কেউবা হারায় তাতে প্রেমিকের কী আসে যায়…!!! [F] সবাই তো ভালবাসা চায় কতকাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়…!!! [M/F] সবাই তো ভালবাসা চায় thanks for visit Post Views: 40 Post navigation ami tomakei bole debo|আমি তোমাকেই বলে দেব|Lyrics| O Saki Saki|Neha kakkar| (From “Batla House”) Lyrics