সবাইতো সুখী হতে চায়
সবাইতো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয় না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
ও মোর বানিয়া বন্ধুরে | o mor baniya bondhu re|Salma |Bsangla lyrics
কপালে সবার নাকি সুখ সয়না
সবাইতো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয় না
আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোনোদিন সেই সুখপাখি
আশায় আশায় তবু এই আমি থাকি
যদি আসে কোনোদিন সেই সুখপাখি
এই চেয়ে থাকা আর প্রাণে সয়না
সবাইতো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয় না
ভালোবেসে সুখী হতে বলো কে না চায়
রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামও রায়
আমি ও রাধার মতো ভালোবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো
আমি ও রাধার মতো ভালোবেসে যাবো
হয় কিছু পাবো নয় সবই হারাবো
এই চেয়ে থাকা আর প্রাণে সয়না
সবাইতো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয় না
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
জানিনা বলে যা লোকে সত্যি কিনা
কপালে সবার নাকি সুখ সয়না
সবাইতো সুখী হতে চায়
তবু কেউ সুখী হয় কেউ হয় না