• Sat. Mar 15th, 2025

সবাইতো সুখী হতে চায়| sobai sukhi hote chay|Manna dey|Bangla lyrics|

Bymelomasum

Dec 3, 2024
সবাইতো সুখী হতে চায়

সবাইতো সুখী হতে চায়

তবু কেউ সুখী হয় কেউ হয় না

জানিনা বলে যা লোকে সত্যি কিনা

জানিনা বলে যা লোকে সত্যি কিনা

ও মোর বানিয়া বন্ধুরে | o mor baniya bondhu re|Salma |Bsangla lyrics

কপালে সবার নাকি সুখ সয়না

সবাইতো সুখী হতে চায়

তবু কেউ সুখী হয় কেউ হয় না

আশায় আশায় তবু এই আমি থাকি

যদি আসে কোনোদিন সেই সুখপাখি

আশায় আশায় তবু এই আমি থাকি

যদি আসে কোনোদিন সেই সুখপাখি

এই চেয়ে থাকা আর প্রাণে সয়না

সবাইতো সুখী হতে চায়

তবু কেউ সুখী হয় কেউ হয় না

ভালোবেসে সুখী হতে বলো কে না চায়

রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামও রায়

আমি ও রাধার মতো ভালোবেসে যাবো

হয় কিছু পাবো নয় সবই হারাবো

আমি ও রাধার মতো ভালোবেসে যাবো

হয় কিছু পাবো নয় সবই হারাবো

এই চেয়ে থাকা আর প্রাণে সয়না

সবাইতো সুখী হতে চায়

তবু কেউ সুখী হয় কেউ হয় না

জানিনা বলে যা লোকে সত্যি কিনা

জানিনা বলে যা লোকে সত্যি কিনা

কপালে সবার নাকি সুখ সয়না

সবাইতো সুখী হতে চায়

তবু কেউ সুখী হয় কেউ হয় না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *