থাকবো ভাবতেই পারিনা,
স্বপ্ন দেখা তোকে নিয়ে, সাজনা। ভাবিনা কিছুই তোকে ছাড়া
বুঝিনা কিছুই তোকে ছাড়া,
হলে তুই চোখের আড়াল
হয়ে যাই যেন দিশেহারা। আমায় ছেড়ে তুই কখনো
দূরে চলে যাসনা,
একা তোকে ছাড়া
থাকবো ভাবতেই পারিনা,
স্বপ্ন দেখা তোকে নিয়ে, সাজনা। কেন যে মন, লাগে এমন
আনমনা হয়ে থাকি সারাক্ষন,
ভালোবাসা গুলো আগলে রাখা
যায়না তোকে ছাড়া একা থাকা। আমায় ছেড়ে তুই কখনো
দূরে চলে যাসনা,
একা তোকে ছাড়া
থাকব ভাবতেই পারিনা,
স্বপ্ন দেখা তোকে নিয়ে, সাজনা।