• Sun. Feb 16th, 2025

সালাম সালাম হাজার সালাম|Salam salam hajar salam|Guiter and piano chords|

Bymelomasum

Aug 16, 2024
welcome to melomasum.com

(D#m)সালাম সালাম হাজার সালাম

(D#m)সকল শহীদ (C#)স্মরণে,

(D#m)আমার হৃদয় (C#)রেখে যেতে চাই

(C#)তাদের স্মৃতির (D#m)চরণে।।

(D#m)সালাম সালাম হাজার সালাম

(G#)মায়ের ভাষায় কথা বলাতে

(A#m)স্বাধীন আশায় (D#m)পথ চলাতে

(D#m)হাসিমুখে যারা (C#)দিয়ে গেল প্রাণ

(G#)সেই স্মৃতি নিয়ে (D#m)গেয়ে যাই গান

(G#m)তাদের বিজয় (C#)মরণে,

(D#m)আমার হৃদয় (C#)রেখে যেতে চাই

(C#)তাদের স্মৃতির (D#m)চরণে।।

(D#m)সালাম সালাম হাজার সালাম

same chord progression

Sanu Ek Pal Acoustic|Neha kakkar|Female |Guiter and piano chords

ভাইয়ের বুকের রক্তে আজিকে

রক্ত মশাল জ্বলে দিকে দিকে

সংগ্রামী আজ মহাজনতা

কন্ঠে তাদের নব বারতা

শহীদ ভাইয়ের স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে।।

সালাম সালাম হাজার সালাম।।

বাংলাদেশের লাখো বাঙালি

জয়ের নেশায় আনে ফুলের ডালি

আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি

ঘুচিয়ে মনের আঁধার কালি।

শহীদ স্মৃতি বরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে।।

সালাম সালাম হাজার সালাম।।

সকল শহীদ স্মরণে

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে।।

সালাম সালাম হাজার সালাম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *