welcome to melomasum.com(D#m)সালাম সালাম হাজার সালাম
(D#m)সকল শহীদ (C#)স্মরণে,
(D#m)আমার হৃদয় (C#)রেখে যেতে চাই
(C#)তাদের স্মৃতির (D#m)চরণে।।
(D#m)সালাম সালাম হাজার সালাম
(G#)মায়ের ভাষায় কথা বলাতে
(A#m)স্বাধীন আশায় (D#m)পথ চলাতে
(D#m)হাসিমুখে যারা (C#)দিয়ে গেল প্রাণ
(G#)সেই স্মৃতি নিয়ে (D#m)গেয়ে যাই গান
(G#m)তাদের বিজয় (C#)মরণে,
(D#m)আমার হৃদয় (C#)রেখে যেতে চাই
(C#)তাদের স্মৃতির (D#m)চরণে।।
(D#m)সালাম সালাম হাজার সালাম
same chord progressionSanu Ek Pal Acoustic|Neha kakkar|Female |Guiter and piano chords
ভাইয়ের বুকের রক্তে আজিকে
রক্ত মশাল জ্বলে দিকে দিকে
সংগ্রামী আজ মহাজনতা
কন্ঠে তাদের নব বারতা
শহীদ ভাইয়ের স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
সালাম সালাম হাজার সালাম।।
বাংলাদেশের লাখো বাঙালি
জয়ের নেশায় আনে ফুলের ডালি
আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি
ঘুচিয়ে মনের আঁধার কালি।
শহীদ স্মৃতি বরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
সালাম সালাম হাজার সালাম।।
সকল শহীদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চাই
তাদের স্মৃতির চরণে।।
সালাম সালাম হাজার সালাম।।