পারো যদি ভুলে যেয়ো আমায়
হৃদয় ভাঙার অপরাধে
করবো না অপরাধী তোমায় চোখেরই জলে লেখা কত যে কবিতা|Chokheri Jole Lekha|Asif akbar|Bangla lyrics| মনের বাঁধন ছিন্ন হলে
কাউকে কি ধরে রাখা যায়? ওগো বান্ধবী, যাও চলে
তোমাকে ফেরাব না আমি
আমি ক্ষতি কী দুঃখ পেলে?
তবু যদি সুখে থাকো তুমি ওগো বান্ধবী, যাও চলে
তোমাকে ফেরাব না আমি
আমি ক্ষতি কী দুঃখ পেলে?
তবু যদি সুখে থাকো তুমি একাকি জীবন নিয়েছি মেনে
তোমার সুখের প্রয়োজনে
ও, একাকি জীবন নিয়েছি মেনে
তোমার সুখের প্রয়োজনে মনের বাঁধন ছিন্ন হলে
কাউকে কি ধরে রাখা যায়? ওগো বান্ধবী, যাও চলে
তোমাকে ফেরাব না আমি
আমি ক্ষতি কী দুঃখ পেলে?
তবু যদি সুখে থাকো তুমি ওগো বান্ধবী, যাও চলে
তোমাকে ফেরাব না আমি
আমি ক্ষতি কী দুঃখ পেলে?
তবু যদি সুখে থাকো তুমি রেখো না মনে আমার স্মৃতি
ভালোবাসার হবে ইতি
ও, রেখো না মনে আমার স্মৃতি
ভালোবাসার হবে ইতি মনের বাঁধন ছিন্ন হলে
কাউকে কি ধরে রাখা যায়? ওগো বান্ধবী, যাও চলে
তোমাকে ফেরাব না আমি
আমি ক্ষতি কী দুঃখ পেলে?
তবু যদি সুখে থাকো তুমি ওগো বান্ধবী, যাও চলে
তোমাকে ফেরাব না আমি
আমি ক্ষতি কী দুঃখ পেলে?
তবু যদি সুখে থাকো তুমি সুখে থেকো তুমি, বান্ধবী
পারো যদি ভুলে যেয়ো আমায়
হৃদয় ভাঙার অপরাধে
করবো না অপরাধী তোমায় মনের বাঁধন ছিন্ন হলে
কাউকে কি ধরে রাখা যায়? ওগো বান্ধবী, যাও চলে
তোমাকে ফেরাব না আমি
আমি ক্ষতি কী দুঃখ পেলে?
তবু যদি সুখে থাকো তুমি ওগো বান্ধবী, যাও চলে
তোমাকে ফেরাব না আমি
আমি ক্ষতি কী দুঃখ পেলে?
তবু যদি সুখে থাকো তুমি