• Sun. Feb 16th, 2025

সুরের ভুবনে আমি আজও পথচারী|Surer vubone ami ajo pothochari|Lyrics

Bymelomasum

Jun 20, 2024
সুরের ভুবনে আমি আজো পথচারী

ক্ষমা করে দিও

যদি না তোমার

মনের মত গান শুনাতে পারি

সুরের ভুবনে আমি আজো পথচারী

ক্ষমা করে দিও

যদি না তোমার

মনের মত গান শুনাতে পারি

সুরের ভুবনে

গানের ভাষা আর প্রাণের ভাষা

একই বৃন্তে আজো বাধেনি বাসা

গানের ভাষা আর প্রাণের ভাষা

একই বৃন্তে আজো বাধেনি বাসা

তাই তোমাদের আসর ছেড়ে

মনটা হতে চায় ফেরারী

সুরের ভুবনে আমি আজো পথচারী

ক্ষমা করে দিও

যদি না তোমার

মনের মত গান শুনাতে পারি

সুরের ভুবনে

কি বা আছে বলো দেবার মত

সংকোচে তাই আমি অবনত

কি বা আছে বলো দেবার মত

সংকোচে তাই আমি অবনত

আছে শুধু মোর ভালোবাসা

তাই দিয়ে যেতে চাই উজার করে

সুরের ভুবনে আমি আজো পথচারী

ক্ষমা করে দিও

যদি না তোমার

মনের মত গান শুনাতে পারি

সুরের ভুবনে আমি আজো পথচারী

ক্ষমা করে দিও

যদি না তোমার

মনের মত গান শুনাতে পারি

সুরের ভুবনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *