সুরের ভুবনে আমি আজো পথচারী
ক্ষমা করে দিও
যদি না তোমার
মনের মত গান শুনাতে পারি
সুরের ভুবনে আমি আজো পথচারী
ক্ষমা করে দিও
যদি না তোমার
মনের মত গান শুনাতে পারি
সুরের ভুবনে
গানের ভাষা আর প্রাণের ভাষা
একই বৃন্তে আজো বাধেনি বাসা
গানের ভাষা আর প্রাণের ভাষা
একই বৃন্তে আজো বাধেনি বাসা
তাই তোমাদের আসর ছেড়ে
মনটা হতে চায় ফেরারী
সুরের ভুবনে আমি আজো পথচারী
ক্ষমা করে দিও
যদি না তোমার
মনের মত গান শুনাতে পারি
সুরের ভুবনে
কি বা আছে বলো দেবার মত
সংকোচে তাই আমি অবনত
কি বা আছে বলো দেবার মত
সংকোচে তাই আমি অবনত
আছে শুধু মোর ভালোবাসা
তাই দিয়ে যেতে চাই উজার করে
সুরের ভুবনে আমি আজো পথচারী
ক্ষমা করে দিও
যদি না তোমার
মনের মত গান শুনাতে পারি
সুরের ভুবনে আমি আজো পথচারী
ক্ষমা করে দিও
যদি না তোমার
মনের মত গান শুনাতে পারি
সুরের ভুবনে