• Fri. Dec 13th, 2024

সেই তুমি কেন এত অচেনা হলে এত অচেনা হলে chords

Bymelomasum

May 31, 2024

(C)সেই তুমি কেন এত অচে(Em)না হলে,

(C)সেই আমি কেন তোমাকে দুঃ(G)খ দিলেম,

(C)কেমন করে এত অচেনা (Em)হলে তুমি,

(C)কিভাবে এত বদলে গেছি (G)এই আমি,

(C)বুকেরই সব (E)কষ্ট দুহাতে স(Am)রিয়ে

চল (G)বদলে যাই

তুমি কেন (F)বোঝনা,

তো(Dm)মাকে ছাড়া আমি(G) অসহায়

আমার (C)সবটুকু (E)ভালোবাসা তোমা(Am)য় ঘিরে,

আমার (F)অপরাধ ছি(Fm)ল যতটুকু তো(G)মার কাছে,

তুমি (D#)ক্ষমা করে (A#)দিও আ(C)মায়…

(C)কতরাত আমি (E7)কেদেছি,

(Am)বুকের গভীরে (G)কষ্ট নিয়ে

(C)শূন্যতায় ডুবে (E7)গেছি আমি,

(Am)আমাকে তুমি ফিরি(G)য়ে নাও

তুমি কেন (F)বোঝনা,

তো(Dm)মাকে ছাড়া আমি(G) অসহায়

আমার (C)সবটুকু (E)ভালোবাসা তোমা(Am)য় ঘিরে,

আমার (F)অপরাধ ছি(Fm)ল যতটুকু তো(G)মার কাছে,

তুমি (D#)ক্ষমা করে (A#)দিও আ(C)মায়…

SAME CHORD PROGRESSION

যতবার ভেবেছি ভুলে যাবো,

আরও বেশী মনে পড়ে যায়

ফেলে আসা সেই সব দিনগুলি,

ভুলে যেতে আামি পারিনা

তুমি কেন বোঝনা, তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,

তুমি ক্ষমা করে দিও আমায়

সেই তুমি কেন এত অচেনা হলে,

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম,

কেমন করে এত অচেনা হলে তুমি,

কিভাবে এত বদলে গেছি এই আমি,

ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে

চল বদলে যাই

তুমি কেন বোঝনা,

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে,

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে,

তুমি ক্ষমা করে দিও আমায়…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *