• Mon. Feb 10th, 2025

সেই রেল লাইনের ধারে| Sei Rail Liner Dhare|Sabina yasmin|Bangla lyrics|

Bymelomasum

Sep 9, 2024
সেই রেল লাইনের ধারে

মেঠো পথটার পাড়ে দাড়িয়ে

এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে

সেই রেল লাইনের ধারে

মেঠো পথটার পাড়ে দাড়িয়ে

এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে

খোকা ফিরবে,ঘরে ফিরবে

কবে ফিরবে,নাকি ফিরবে না

খোকা ফিরবে,ঘরে ফিরবে

কবে ফিরবে,নাকি ফিরবে না

আমি জায়গা কিনবো কিনবো করে Ami jaiga kinbo|Fahamida nobi|Bngla lyrics|

দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে

সে তো অশ্রু মুছেনা আর

গোপনে আঁচলে মুখ লুকিয়ে

দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে

সে তো অশ্রু মুছেনা আর

গোপনে আঁচলে মুখ লুকিয়ে

শুধু শূণ্যে চেয়ে থাকে

যেন আকাশের সীমা ছাড়িয়ে

খোকা ফিরবে,ঘরে ফিরবে

কবে ফিরবে,নাকি ফিরবে না

দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর

আজো শূণ্য হৃদয়ে তার

গুমড়ে গুমড়ে যায় হাহাকার

দস্যি ছেলে সেই যুদ্ধে গেল ফিরলো না আর

আজো শূণ্য হৃদয়ে তার

গুমড়ে গুমড়ে যায় হাহাকার

খোকা আসবে,ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে

খোকা ফিরবে,ঘরে ফিরবে

কবে ফিরবে,নাকি ফিরবে না

সেই রেল লাইনের ধারে

মেঠো পথটার পাড়ে দাড়িয়ে

এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে

সেই রেল লাইনের ধারে

মেঠো পথটার পাড়ে দাড়িয়ে

এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে

খোকা ফিরবে,ঘরে ফিরবে

কবে ফিরবে,নাকি ফিরবে না

খোকা ফিরবে,ঘরে ফিরবে

কবে ফিরবে,নাকি ফিরবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *