আর এমনি মায়াবী রাত মিলে
দু’জনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কি’বা দিলে
সেদিনের সোনাঝরা সন্ধ্যা মনের সোনার রঙে রাঙায়ে
নিজেরে নিয়েছি আমি সাজায়ে
জানিনা তো আমারে কি দিয়েছো
গোপনেই তুমি কি’বা নিলে
দু’জনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কি’বা দিলে অস্ত গোধুলী যবে
মায়ারাতে ফুল হয়ে ফোটে
তেমনি করেই জানি হৃদয় পাত্র মোর
অনেক সুধায় ভরে ওঠে কাজল ব্যথার মেঘ ঝরায়ে
আলোয় ভুবন দিলে ভরায়ে
একথা যেমন করে জেনেছিতুমিও কি তাই জেনেছিলে
দু’জনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কি’বা দিলে
সেদিনের সোনাঝরা সন্ধ্যা
আর এমনি মায়াবী রাত মিলে
দু’জনে শুধায় যদি তোমারে কি দিয়েছি
আমারেই তুমি কি’বা দিলে