• Sun. Feb 16th, 2025

সোয়া চান পাখি | shua chan pakhi|Bari siddiqe|Bangla lyrics|

Bymelomasum

Jan 1, 2025
সোয়া চান পাখি আমার

সোয়া চান পাখি…

আমি ডাকিতাছি..তুমি ঘুমাইছো নাকি

আমি ডাকিতাছি.. তুমি ঘুমাইছো নাকি

আমার গায়ে যত দুঃখ সয়|Amar Gaye Joto Dukkho Soi|Bari siddique|Bangla lyrics|

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি..

তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি…

আজ কেনো হইলে নীরব…

মেলো দুটি আখিরে পাখি….

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

বুলবুলি আর তোতা ময়না,

কতো নামে ডাকি

তরে কত নামে ডাকি

শিকল কেটে চলে গেলে,…

কারে লইয়া থাকিরে পাখি..

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

তোমার আমার এই পিরিতি

চন্দ্র সূর্য্য সাক্ষী….

তোমার আমার এই পিরিতি

চন্দ্র সূর্য্য সাক্ষী….

হঠাত করে_ চলে গেলে…

বুঝলাম না চালাকিরে পাখি..

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

সোয়া চান পাখি আমার সোয়া চান পাখি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি

আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *