• Sat. Mar 15th, 2025

সোহাগে আদরে বেঁধেছো আমারে |Sohage adore vedhecho amare|Lyrics

Bymelomasum

Jun 20, 2024
সোহাগে আদরে~

বেধেছো আমারে~

এ বাধন যাবে’না ছিড়ে–

জীবনে মরণে~

বাধা যে দুজনে~

এ বাধন যাবে’না ছিড়ে–

সোহাগে আদরে~

বেধেছো আমারে~

এ বাধন যাবে’না ছিড়ে–

জীবনে মরণে~

বাধা যে দুজনে~

এ বাধন যাবে’না ছিড়ে–

তুমি যদি এই- চো’খে

একবার রাখো চো-খ

মনে হয় পৃথি’বীতে

এর চেয়ে নেই সু-খ

তুমি যদি এই মনে

একবার রাখো ম~ন

ক্ষতি নেই তার পর

হয় যদি ম’র~ণ

এই প্রেম ভালো-বাসা

এতো সুখ এতো আশা

সবই তো তোমা’কে ঘি’রে–

সোহাগে আদরে~

বেধেছো আমারে~

এ বাধন যাবে’না ছিড়ে-~~

তুমি যদি এই- হাতে

একবার রাখো হা-ত

মিটবেনা কখনো-

তোমাকে পাওয়ার স্বা-দ

তুমি যদি এই- বুকে

একবার লেখো না~ম

চিরদিনি এক হয়ে

মিশে রবে দুটি প্রা~ণ

এই আলো হাসি গান

হৃদয়ের এতো টান

সবই তো তোমা’কে ঘি’রে-

সোহাগে আদরে~

বেধেছো আমারে~

এ বাধন যাবে’না ছিড়ে–

জীবনে মরণে~

বাধা যে দুজনে~

এ বাধন যাবে’না ছিড়ে-

লা- লা- লা

হু- হু- হু-

লা- লা- লা- লালা লা-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *