সৌদি আরব ফুটবলের কোনো পরাশক্তি না হলেও দেশটির লিগ তারকাদের নজর কেড়েছে মূলত অর্থের ঝনঝনানির জন্য। লিগটিতে খেলে রোনালদো-নেইমাররা যে পরিমাণ আয় করছে তা চোখ কপালে তুলে দেয়। বিশ্বের আর কোনোখানেই ফুটবল খেলে এই পরিমাণ অর্থ এতো কম সময়ে আয় করা প্রায় অসম্ভব। ফলে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা তারকাদের তো বটেই, অনেক উঠতি তারকাকেও লিগটিতে নিয়ে আসতে সক্ষম হয়েছে তারা। সম্প্রতি কাপোলোজি প্রকাশ করেছে সৌদি লিগে খেলা তারকাদের বেতনের তথ্য। সেখানে দেখা যাচ্ছে, আয়ের ক্ষেত্রে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর ধারেকাছে কেউ নেই। সৌদি লিগের ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় তিনিই।
কাপোলোজি জানাচ্ছে, রোনালদো সৌদি লিগে খেলে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণটা দাঁড়ায় ২ হাজার ৫৪৯ কোটি ৯৩ লাখ টাকারও বেশি। লিগের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী নেইমার ও করিম বেনজেমার দ্বিগুণ অর্থ বেতন হিসেবে পাচ্ছেন রোনালদো।