• Mon. Feb 10th, 2025

সৌদি লিগে নেইমার-বেনজেমার দ্বিগুণ বেতন রোনালদোর

Bymelomasum

Jul 24, 2024
wellcome to melomasum.com

২০২৩ এর জানুয়ারিতে ফুটবলবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সৌদি আরব। অখ্যাত সৌদি পেশাদার ফুটবল লিগের দল আল নাসরে যোগ দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ত্রাস হিসেবে আবির্ভূত হয় সৌদি লিগ। একে একে দেশটির ফুটবল লিগে পাড়ি জমান করিম বেনজেমা, নেইমার, রবার্তো ফিরমিনো, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজের মতো তারকারা। মূলত দেশটির ফুটবলে হঠাৎ আসা অর্থের ঝনঝনানি আকর্ষণ করেছে বর্তমান ফুটবলের এই তারকাদের।

melomasum.com

ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথ ধরে গত মৌসুমে ফুটবলের অনেক রথী মহারথীই সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। ফুটবলপ্রেমীদের নজর কাড়তেও সক্ষম হয়েছে দেশটির ক্লাব ফুটবল। গণমাধ্যমগুলোয় বেশ গুরুত্ব দিয়েই প্রচার করা হয়েছে সৌদি লিগের খবর। নতুন মৌসুমেও সৌদি লিগে বেশ কয়েকজন বড় তারকাকে দেখা যেতে পারে বলে গুঞ্জন চলছে।


সৌদি আরব ফুটবলের কোনো পরাশক্তি না হলেও দেশটির লিগ তারকাদের নজর কেড়েছে মূলত অর্থের ঝনঝনানির জন্য। লিগটিতে খেলে রোনালদো-নেইমাররা যে পরিমাণ আয় করছে তা চোখ কপালে তুলে দেয়। বিশ্বের আর কোনোখানেই ফুটবল খেলে এই পরিমাণ অর্থ এতো কম সময়ে আয় করা প্রায় অসম্ভব। ফলে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা তারকাদের তো বটেই, অনেক উঠতি তারকাকেও লিগটিতে নিয়ে আসতে সক্ষম হয়েছে তারা।

সম্প্রতি কাপোলোজি প্রকাশ করেছে সৌদি লিগে খেলা তারকাদের বেতনের তথ্য। সেখানে দেখা যাচ্ছে, আয়ের ক্ষেত্রে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর ধারেকাছে কেউ নেই। সৌদি লিগের ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় তিনিই।  


কাপোলোজি জানাচ্ছে, রোনালদো সৌদি লিগে খেলে বার্ষিক ২০০ মিলিয়ন ইউরো বেতন পাচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণটা দাঁড়ায় ২ হাজার ৫৪৯ কোটি ৯৩ লাখ টাকারও বেশি। লিগের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভোগী নেইমার ও করিম বেনজেমার দ্বিগুণ অর্থ বেতন হিসেবে পাচ্ছেন রোনালদো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *