• Sat. Mar 15th, 2025

স্বরলিপি………

Bymelomasum

Jun 5, 2024
মাত্রা,ছন্দ ও বিভাগ অনুযায়ী তালি ও খালির সহযোগে লিপিবদ্ধ করাকে স্বরলিপি বলে । স্বরলিপি হল লিখিত চিহ্নের দ্বারা সাঙ্গীতিক স্বরকে লিপিবদ্ধ করার পদ্ধতি। বহু প্রাচীন সভ্যতায় বিভিন্ন প্রতীকের সাহায্যে সুর লিপিবদ্ধ করার প্রচলন থাকলেও তা আধুনিক স্বরলিপির মত স্বয়ংসম্পূর্ণ ছিল না। মধ্যযুগীয় ইউরোপে প্রথম স্বয়ংসম্পূর্ণ স্বরলিপি লিখন পদ্ধতি গড়ে ওঠে এবং পরবর্তীকালে তা সমগ্র বিশ্বের বিভিন্ন ধরনের সঙ্গীতে গৃহীত হয়।

স্বরলিপি লিখন পদ্ধতি ৪ প্রকার:

  1. আকারমাত্রিক (সা রে গা মা পা ধা না র্সা, সা -া -া -া)
  2. দণ্ডমাত্রিক (স র গ ম প ধ ন র্স, স – – -)
  3. ভাতখণ্ডে পদ্ধতি
  4. বিষ্ণুদিগম্বর পদ্ধতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *