• Fri. Dec 13th, 2024

স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে!

Bymelomasum

Jul 24, 2024
visite here from authentic news

ক্রেতাদের আনাগোনায় স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। সরবরাহ বাড়ায় সবজির দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা, মুরগিতে ২০ থেকে ৪০ টাকা, আর মাছে ৪০ থেকে ৮০ টাকা।

বুধবার (২৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, স্বাভাবিক সময়ের অন্য দিনের মতো সকাল সকাল কেনাবেচাও শুরু হয়েছে মাছবাজারে। সংকট মোটামুটি কেটে যাওয়ায় বেড়েছে সরবরাহ; গেলো কদিনের পর সব ধরনের মাছের দামও কমেছে কেজিতে ৮০ টাকা পর্যন্ত। বিশেষ করে ইলিশের হালিতে দাম কমেছে ৬শ থেকে ৮শ টাকা পর্যন্ত।

ক্রেতা ও বিক্রেতাদের মুখেও শোনা যায় সংকটের কয়েক দিন পার করার পর এমন স্বস্তির কথা। তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় বেড়ে গেছে সবজির সরবরাহ; তাই কমেছে দামও।

কয়েকদিন পর আবারও ভরপুর আলু-পেঁয়াজের দোকানগুলো; দামও কমতির দিকে বলে জানালেন বিক্রেতারা। তারা বলেন, পরিস্থিতি স্বাভাবিকের দিকে হওয়ায় শুরু হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচল। এতে আলু-পেঁয়াজের সরবরাহও স্বাভাবিক হয়েছে।

এদিকে, পাইকারিতে একদিনে কাঁচামরিচের দাম কেজিতে ৮০ টাকা কমে নেমেছে ১৬০ টাকায়; দাম কমেছে বেগুনেরও; বিক্রি হচ্ছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকায়।

ক্রেতা ও বিক্রেতারা আরও জানান, তিন চারদিন আগে যে দামে বিক্রি হয়েছে সোনালি ও ব্রয়লার মুরগি, বুধবার সকাল থেকে তা বিক্রি হচ্ছে কেজিতে ২০ থেকে ৪০ টাকা কম দামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *