মেয়ে_ হায়রে পোড়া বাঁশি ঘরেতে,, ও,,, রইতে দিলো না ঘরেতে, তোমার আকাশ দুটি চোখে|Tomar akash duti cokhe |Bangla lyrics হায়রে পোড়া বাঁশি ঘরেতে ও,,, রইতে দিলো না ঘরেতে হায়রে পোড়া বাঁশি হায় হায় পোড়া বাঁশি দেখিনি কখনো শুনেছি আকাশে চাঁদ ওঠে গো দেখিনি ফুল আমি বনের সে ফুল বুঝি আজ ফোটে গো হো,,দেখিনি কখনো শুনেছি আকাশে চাঁদ ওঠে গো হো,, দেখিনি ফুল আমি বনের সে ফুল বুঝি আজ ফোটে গো হায়রে মলয় আখি দেখিনে ও,,,বইতে দিলো না ঘরেতে হায়রে পোড়া বাঁশি হায় হায় পোড়া বাঁশি কি যে জ্বালাতোন পড়েছি কাকেই বা আর বলি গো সুখেরই জ্বালাতে বাঁশিরও বিষেতে হায় জলি গো হো ,,,কি যে জ্বালাতনে পড়েছি কাকেই বা আর বলি গো হো,,, সুখেরই জ্বালাতে বাঁশিরও বিষেতে হায় জলি গো হায়রে কোন কথা আমাকে ও,,, কইতে দিলো না ঘরেতে হায়রে পোড়া বাঁশি হায় হায় পোড়া বাঁশি চোখ গেল গেল চোখ বলে যে পাখিটা ঐ ডাকে রে জানতো কি নেই কি হবে এ কথা শুনিয়েল তাকে রে হো,,,চোখ গেল গেল চোখ বলি যে পাখিটা ওই ডাকে রে হো,জার চোখ নেই কি হবে এ কথা শুনিয়ে তাকে রে হায়রে পোড়া মনে জ্বালা সে ও,,, সইতে দিলো না ঘরেতে হায়রে পোড়া বাঁশি হায় হায় পোড়া বাঁশি Post Views: 31 Post navigation তোমার আকাশ দুটি চোখে|Tomar akash duti cokhe |Bangla lyrics| শিকল বেরি | মন ভোলা পাখি |Mon Vola Pakhi|লিরিক্স | Shimul Hasan|Bangla lyrics|
যেখানে সীমান্ত তোমার|Jekhanei simanto tomar|Bangla song lyrics|Kumar bissojoit| Mar 1, 2025 melomasum