হৃদয়ে আমার হয়েছে একি
যেদিকে তাকাই তোমাকে দেখি,,,
হৃদয়ে আমার হয়েছে এ কি
যেদিকে তাকাই তোমাকে দেখি,,,
আমি তোমাকে বড় বেশি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি বড় ভালোবাসি,,
হৃদয়ে আমার হয়েছে একি
যেদিকে তাকাই তোমাকে দেখি
আমি তোমাকে বড় বেশি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি বড় ভালোবাসি
ও তুমি এলে সুখেরই নুপুর বাজে
কি যেন কি হয়েছে মনের মাঝে..
ভালোবাসা খুঁজি ওই চোখের নিলে
স্বপ্ন সাজাবো এসো দুজন মিলে..
থাকো আমারই পাশাপাশি..
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি বড় ভালোবাসি…
হৃদয়ে আমার হয়েছে একি
যেদিকে তাকাই তোমাকে দেখি,,,
আমি তোমাকে বড় বেশি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি বড় ভালোবাসি,,,
হো,কত যে সাধনা করে তোমায় পাওয়া
এ জীবনে ছিল শুধু এইতো চাওয়া
তোমারি পরশে মন হয় যে রঙিন
দূরে দূরে থেকো না আর কোনদিন
এত মায়াবী তোমার হাসি,,,
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি বড় ভালোবাসি,,,
হৃদয়ে আমার হয়েছে একি
যেদিকে তাকাই তোমাকে দেখি,,,
হৃদয়ে আমার হয়েছে একি
যেদিকে তাকাই তোমাকে দেখি,,,
আমি তোমাকে বড় বেশি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি বড় ভালোবাসি,,