এই (G)কাঁটার মুকুট লাগে (Bm)ভারী,
গেছে (Bm)জীবন দুদিকে দুজ(F#)নারই,
মেনে (G)নিলেও কি মেনে নিতে (Bm)পারি?
(B)ছুঁতে গিয়েও যেন (Em)হাতের নাগালে না (F#)পাই …
এভাবে হেরে (F#)যাই, যেই ঘুরে তা(D)কাই
কেমন যেন (A)আলাদা আলাদা (Bm)সব।
আলগা থেকে (F#)তাই, খসে পড়েছি (D)প্রায়,
কেমন যেন (A)আলাদা আলাদা (Bm)সব। (A)কুয়াশা (E)ভেজা (Dনামছে সিঁড়ি
(A)অনেক (F)নীচে (Bm)জল
(A)সেখানে (E)এক ফালি (D)চাঁদ ভাসছে
(A)করছে (E)টল(Bm))মল।
তাকে বাঁ(F#m)চাব বলে, (E)জলে নেমেও
বাঁ(D)চাতে পারি না।(F#)
এভাবে হেরে (F#)যাই, যেই ঘুরে তা(D)কাই
কেমন যেন (A)আলাদা আলাদা (Bm)সব।
আলগা থেকে (F#)তাই, খসে পড়েছি (D)প্রায়,
কেমন যেন (A)আলাদা আলাদা (Bm)সব। SAME CHORD PROGRESSION কিছুটা গিয়েই দাঁড়িয়ে পড়ি
কী এসেছি ফেলে? বরফে ঢেকেছে শয্যা আমার
কখন অবহেলে?
কীভাবে বদলে গেল চাওয়া পাওয়া
বুঝতে পারি না।
এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই
কেমন যেন আলাদা আলাদা সব।
আলগা থেকে তাই, খসে পড়েছি প্রায়,
কেমন যেন আলাদা আলাদা সব।
One thought on “Ami Abar Klanto Pothochari chords”