• Sun. Feb 16th, 2025

Aaj Jeno Nei Kono Bhabna.. lyrics

Bymelomasum

Jun 11, 2024
আর যেন নেই কোন ভাবনা
যদি আজ অকারণ কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না
আর যেন নেই কোন ভাবনা
যদি আজ অকারণ কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না
আর যেন নেই কোন ভাবনা

ভ্রমরের বেণু সুর তুলবে
সেই সুরে মন আমার ভুলবে
ভ্রমরের বেণু সুর তুলবে
সেই সুরে মন আমার ভুলবে
কহিবে ফাগুন যেন আমারে
আমি তোমার ভুবন ছেড়ে কভু যাবো না
আর যেন নেই কোন ভাবনা
যদি আজ অকারণ কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না
আর যেন নেই কোন ভাবনা
জানিনা সে তো আমি জানিনা

জানিনা সে তো আমি জানিনা
ওগো কোন সুদূরে
আমায় বলাকারা ডাক দিয়ে যায় যে উড়ে
কত কথা প্রাণে যেন জাগলো
আপনারে কত ভালো লাগলো
কত কথা প্রাণে যেন জাগলো
আপনারে কত ভালো লাগলো
আঁখিতে স্বপন আছে জড়ানো
আমি এ আবেশ কভু ফেলে যেতে চাবো না

আর যেন নেই কোন ভাবনা
যদি আজ অকারণ কোথাও হারায় মন
জানি আমি খুঁজে তারে আর পাবো না
আর যেন নেই কোন ভাবনা

Translate to English

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *