• Sat. Mar 15th, 2025

Aaj Milan Tithir Purnima Chand Lyrics (আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ) Kishore Kumar

Bymelomasum

Jun 19, 2024
আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ
মোছায় অন্ধকার।
ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার।
মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার।

সলাজে নত আঁখি, দুটি চোখ ভরে দেখি,
যে আঁখির তারায় তারায়,
লেখা ছিল নামটি আমার,
স্বপনের গাঁথা মালা,
পরিয়ে দিলাম কন্ঠে যে তার।
ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার।
মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার।

হৃদয়ের এতো আপন, যে ছিল সুদূর গোপন
সে এসে আজ সহসা,
প্রাণের কূলে আনলো জোয়ার
কি ভাষায় বলবো তারে,
তুমি আমার আমি তোমার।
ওরে গান গেয়ে যা, যা সুর দিয়ে যা
অনেক দিনের হারানো সুখ পেলাম যে আবার।
মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার।

TNX ALL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *