• Sat. Jan 25th, 2025

Adwitiya Lyrics (অদ্বিতীয়া) Sonu Nigam | Boomerang| lyrics

Bymelomasum

Jun 17, 2024


তুই শুধু তুই
শুরু থেকে অবসানে,
দুই চোখে তুই
আমার আদুরে অভিমানে।

হাজারে, হাজারে মুখ দেখি
তোর মত কেউ না রে।

অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে,
অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে।

আয় রে আয়, যায় যে সময়
ধরে নে আঙ্গুল ভাঁজে,
হায় রে হায়, ব্যাথা সব ভুলে যায়
পেয়ে তোর ছোঁয়া কাছে।

হাজারে, হাজারে মুখ দেখি
তোর মত কেউ না রে।

অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে,
অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে।

অচেনা পথের তারা তুই
আমরণের শারা তুই,
কুয়াশার আলো যে তুই
খারাপেরও ভালো যে তুই।

হাজারে, হাজারে মুখ দেখি
তোর মত কেউ না রে।

অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে,
অদ্বিতীয়া রে, অদ্বিতীয়া রে
তুই নদী তুই খেয়া রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *