মেঘেরই খামে পাঠিয়েছিলাম।
আকাশনীলা, তুমি বুঝলে না
কতটা তোমায় চেয়েছিলাম। সব শুন্যতার যন্ত্রণা
মেঘের আঁধার জমেছে
তোমার প্রস্থানে,
আজ এই হৃদয় দুমড়ে গেছে
সব তিক্ত সময় হারিয়ে
তোমার অজান্তেই। আকাশনীলা, তুমি জানলে না
মেঘেরই খামে পাঠিয়েছিলাম।
আকাশনীলা, তুমি বুঝলে না
কতটা তোমায় চেয়েছিলাম।। শেষ কান্নার রাত হবে লেখা
বৃথা আলোর এই অপেক্ষা,
হয়তো ভুলে যাবো বলেই
আমাদের হয়েছিল দেখা। আকাশনীলা, তুমি জানলে না
কতো দীর্ঘ এ প্রতিক্ষা।
আকাশনীলা, তুমি শুনলে না
জমে ছিলো কত কথা। সব শুন্যতার যন্ত্রণা
মেঘের আঁধার জমেছে
তোমার প্রস্থানে,
আজ এই হৃদয় দুমড়ে গেছে
সব তিক্ত সময় হারিয়ে
তোমার অজান্তেই। আকাশনীলা ..
এই বুঝি ছিলো শেষ দেখা! tnx all