• Sat. Mar 15th, 2025

Amar Bondhu Doyamoy|আমার বন্ধু দয়াময় (বন্ধু দয়াময়)|folk song|Bangla lyrics

Bymelomasum

Oct 16, 2024
আমার বন্ধু দয়াময় (বন্ধু দয়াময়)
তোমারে দেখিবার মনে লয় (তোমারে দেখিবার মনে লয়)

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়
আমার বন্ধু দয়াময়

একদিন মাটির ভেতরে হবে ঘর|Ekdin Matir Bhitore Hobe Ghor|folk song|Bangla lyrics|


তোমারে দেখিবার মনে লয়
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয়, বন্ধু রে?

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়

কদম ডালে বইসা রে, বন্ধু
ভাঙো কদমের আগা
কদম ডালে বইসা রে, বন্ধু
ভাঙো কদমের আগা

একদিন মাটির ভেতরে হবে ঘর|Ekdin Matir Bhitore Hobe Ghor|folk song|Bangla lyrics|


শিশুকালে প্রেম শিখাইয়া
যৌবনকালে দাগা রে

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়

তমাল ডালে বইসা রে, বন্ধু
বাজাও রঙের বাশি
তমাল ডালে বইসা রে, বন্ধু
বাজাও রঙের বাশি

একদিন মাটির ভেতরে হবে ঘর|Ekdin Matir Bhitore Hobe Ghor|folk song|Bangla lyrics|


সুর শুনিয়া রাধার মন
হইলো উদাসী, বন্ধু রে

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়

ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
ভাইবে রাধারমণ বলে
মনেতে ভাবিয়া
নিভা ছিল মনের আগুন
কে দিলা জ্বালাইয়া রে?

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়
তোমারে না দেখলে রাধার
জীবন কেমনে রয়, বন্ধু রে?

আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়
আমার বন্ধু দয়াময়
তোমারে দেখিবার মনে লয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *