• Sun. Feb 16th, 2025

Amar Ekla Akash Lyrics (আমার একলা আকাশ) Sandipan Roy, Shreya Ghoshal|Bangla lyrics|

Bymelomasum

Dec 11, 2024
আমার একলা আকাশ থমকে গেছে

রাতের স্রোতে ভেসে,

শুধু তোমায় ভালবেসে।

আমার দিনগুলো সব রঙ চিনেছে

তোমার কাছে এসে,

শুধু তোমায় ভালবেসে।

তুমি চোখ মেললেই ফুল ফুটেছে

আমার ছাদে এসে,

ভোরের শিশির ঠোট ছুঁয়ে যায়

তোমায় ভালবেসে,

আমার একলা আকাশ থমকে গেছে

রাতের স্রোতে ভেসে,

শুধু তোমায় ভালবেসে।

আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন

আমি চাইতাম, পেতে চাইতাম

শুধু তোমার টেলিফোন,

ঘর ভরা দুপুর,

আমার একলা থাকার সুর,

রোদ গাইতো, আমি ভাবতাম

তুমি কোথায় কতদূর।

আমার বেসুরে গীটার সুর বেঁধেছে,

তোমার কাছে এসে,

শুধু তোমায় ভালবেসে।

আমার একলা আকাশ চাঁদ চিনেছে

তোমার হাসি হেসে,

শুধু তোমায় ভালবেসে।

অলস মেঘলা মন

পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে|Prithibite sukh bole jodi kichu |Salman sha|Bangla lyrics|

আমার আবছা ঘরের কোণ,

চেয়ে রইতো, ছুঁতে চাইতো

তুমি আসবে আর কখন,

শ্রান্ত ঘুঘুর ডাক

ধূলো মাখা বইয়ের তাক,

যেনো বলছে, বলে চলছে

থাক অপেক্ষাতেই থাক।

আমার একলা আকাশ থমকে গেছে

রাতের স্রোতে ভেসে,

শুধু তোমায় ভালবেসে।

আমার দিনগুলো সব রঙ চিনেছে

তোমার কাছে এসে,

শুধু তোমায় ভালবেসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *