আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে
তুমি যেনো ভূল বুঝনা
আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে
তুমি যেনো ভূল বুঝনা
মালা গেথে রেখেছি… পরাবো তোমায়
তুমি যেনো ছিরে ফেলোনা …
আমার মত এত সুখী নয়তো কারো জীবন|amar moto eto sukhi|Khalid hasan milu|Bangla lyrics|
যে কথা যায় বলা, শুধু বোঝা যায়
মনের গভীরে…
শুধু আলো হয়ে রয়ে যায়
যে কথা যায় বলা, শুধু বোঝা যায়
মনের গভীরে…
শুধু আলো হয়ে রয়ে যায়
সে রঙ্গিন আলোর দ্বীপ
কোনদিন নিভে যাবেনা…
আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে
তুমি যেনো ভূল বুঝনা…
যানিনা কেমন করে কি দেবো তোমায়
মন ছাড়া আর কিছু নেইতো আমার
যানিনা কেমন করে কি দেবো তোমায়
মন ছাড়া আর কিছু নেইতো আমার
সুখের শাওন যদি মেঘ নিয়ে আসে
ভিজে যাবো…
আঙ্গনে তোমার বর্ষায় বসে
বিজলীর আগুনেতে লেখা নাম…
কোনদিন ও মুছে যাবে না…
আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে
তুমি যেনো ভূল বুঝনা
মালা গেথে রেখেছি… পরাবো তোমায়
তুমি যেনো ছিরে ফেলোনা …