সাত সাগর আর ১৩ নদী পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সে এক রূপকথারই দেশ
ফাগুন যেথা হয় না কভু শেষ
রূপকথারই দেশ
ফাগুন যেথা হয় না কভু শেষ তারারই ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারেই
দেখে এলেম তারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে সেই রূপকথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
সুর হয়ে তাই ঝরে আমার গানে তাই খুশির সীমা নাই
বাতাসে তার মধুর ছোঁয়া পাই
তাই খুশির সীমা নাই
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই জানি না আজ হৃদয় কোথায়
হারাই বারে বারে সাত সাগরের পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে