• Sun. Feb 16th, 2025

Amar Shwapne Dekha Rajkonya thake..lyrics

Bymelomasum

Jun 11, 2024
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে

সে এক রূপকথারই দেশ
ফাগুন যেথা হয় না কভু শেষ
রূপকথারই দেশ
ফাগুন যেথা হয় না কভু শেষ

তারারই ফুল পাপড়ি ঝরায় যেথায় পথের ধারেই
দেখে এলেম তারে

আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে

সেই রূপকথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
সুর হয়ে তাই ঝরে আমার গানে

তাই খুশির সীমা নাই
বাতাসে তার মধুর ছোঁয়া পাই
তাই খুশির সীমা নাই
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই

জানি না আজ হৃদয় কোথায়
হারাই বারে বারে

সাত সাগরের পাড়ে
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর ১৩ নদী পাড়ে
ময়ূরপঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পাড়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *