• Wed. Dec 11th, 2024

Ami Jamini Tumi Sashi He..lyrics

Bymelomasum

Jun 11, 2024
আমি যামিনী, তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে

আমি যামিনী, তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে

মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে

আমি যামিনী, তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে

তোমায় হেরি গো স্বপনে, শয়ানে
তাম্বুর রাঙা বয়ানে
তব তাম্বুর রাঙা বয়ানে

মরি অপরূপ রূপমাধুরী
মরি অপরূপ রূপমাধুরী
বসন্তসম বিরাজে

আমি যামিনী, তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে

তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে

তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে

তুমি অগণিত তারা গগনে
প্রাণবায়ু মম জীবনে
তুমি প্রাণবায়ু মম জীবনে

তব নামে মম প্রেম মুরলী
তব নামে মম প্রেম মুরলী
পরানের গোঠে বাজে

আমি যামিনী, তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *