আরো কাছাকাছি, আরো কাছে এসো
মনে মনে এ দুটি মন আজ এক হয়ে
যাবে কি, যাবে কি, যাবে কি ?
বলো আরো কাছাকাছি, আরো কাছে এসো
আরো কাছাকাছি, আরো কাছে এসো। মন যে মানেনা, ও তুমি বোঝোনা,
নেই যে মানা, ও অবুঝ হয়োনা,
কাছে এলে কি পাবে, কি পাবে ?
আরো কাছাকাছি, আরো কাছে এসো
ও ও আরো কাছাকাছি আরো কাছে এসো। আজকে যেতে দাও, কালকে দেখেছে
ও আমায় পেতে চাও, জোয়ার এসেছে
দুটি প্রাণ এক হবে।
ও.. আরো কাছাকাছি, আরো কাছে এসো
আরো কাছাকাছি, আরো কাছে এসো
মনে মনে এ দুটি মন আজ এক হয়ে
যাবে কি, যাবে কি, যাবে কি
আরো কাছাকাছি, আরো কাছে এসো
ও.. আরো কাছাকাছি, আরো কাছে এসো
কাছে এসো, কাছে এসো..